মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী: প্রধান বিচারপতি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক বেশি শক্তিশালী। জাতির পিতা সাধারণ মানুষের প্রাণে বেঁচে থাকবেন অনন্তকাল।
শনিবার (১ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি। এর আগে বঙ্গবন্ধু যাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে সই করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, জাতির সর্বোচ্চ শ্রদ্ধার আসনে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সব শ্রেণীর মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা ছিল তাঁর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিচার বিভাগ।
এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ননী, বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।
/জেটএন/