আপিল বিভাগে নতুন তিন বিচারপতির শপথ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন নিয়োগপ্রাপ্ত চার বিচারপতির মধ্যে তিন জনের শপথ গ্রহণ শেষ হয়েছে।
সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে আজ (০৯ জানুয়ারি) রোববার সকাল পৌনে ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিয়োগপ্রাপ্ত চার বিচারপতির মধ্যে তিনজনকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এই দিন শপথ নিলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অসুস্থ থাকায় বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান শপথ নিতে পারেননি।
এর আগে রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। যা শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
নতুন চারজনকে নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা দাঁড়াচ্ছে আটজনে।