কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচী-২০২২
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আয়োজনে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এর এজলাস কক্ষে “কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচী-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন বিজ্ঞ মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা। এছাড়াও সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল মোমেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম বলেন আদালতের কর্মচারীরা প্রশিক্ষণ প্রাপ্ত হলে আদালতের কার্যক্রমে গতি আসবে এবং জনগণ-কে দ্রুত সেবা প্রদান সম্ভব হবে।