শিল্পী সমিতির নির্বাচনে বাধা নেই : হাইকোর্ট
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগামী (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকালে বিচারপতি মো. খসরুজ্জামান এ আদেশ দেন।
আদেশে বিচারপতি বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিষয়ে রুল শুনানির পর বিস্তারিত সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করা হয়।
বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ১৬ জন হাইকোর্টে এ আবেদন করেন।
আগামী (২৮ জানুয়ারি) শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।