বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান, সম্পাদক নাজিম
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২২-২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রেজওয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।
এতে সাংগঠনিক সম্পাদক পদে তারিক আহাম্মেদ রিঙ্কু (কুষ্টিয়া), অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম (সিলেট), দপ্তর সম্পাদক মো. জিয়াউল হক (হবিগঞ্জ), প্রচার সম্পাদক মো. হাফিজ উদ্দিন (ঢাকা) সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (নেত্রকোনা), মহিলা বিষয়ক সম্পাদক মোছা. ফাহিমা খানম (হবিগঞ্জ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাহাবুদ্দিন (চট্টগ্রাম), আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আলী আক্কাস (রাজবাড়ী), ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন আহমেদ (গোপালগঞ্জ), প্রশিক্ষণ সম্পাদক সরদার মো. আল আমীন (বগুড়া), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দিন (খাগড়াছড়ি), তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাজমুল হোসেন (নাটোর), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক (ঝালকাঠি), ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. মাইন উদ্দিন (লহ্মীপুর), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ খাঁন (লালমনিরহাট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহ আলম (যশোর), মানবসম্পদ বিষয়ক সম্পাদক মেহেরুল ইসলাম (কুড়িগ্রাম), ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফাইজুল ইসলাম (সিলেট) ও পাঠাগার সম্পাদক মো. আশিক মিয়া (কুমিল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উৎপল কুমার ঘোষ। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন, আবুল কালাম আজাদ ও সেলিম চৌধুরী মকবুল। নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার উৎপল কুমার ঘোষ।