South east bank ad

মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল রোববার (৬ মার্চ) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার আবু সিদ্দিকী ও আবু ফয়েজ প্রকাশ জিয়াবুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট নগরের কোতোয়ালী থানার সিনামা প্যালেস এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে দুইজনের শরীর তল্লাশি করে মোট ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক তপন কান্তি শর্মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মোট ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় আবু সিদ্দিকী নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্য আসামি আবু ফয়েজ প্রকাশ জিয়াবুলকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: