শিরোনাম

South east bank ad

পি কে হালদারকে ফেরাতে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

 প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

পি কে হালদারকে ফেরাতে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনায় ভারতে গ্রেফতারকৃত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ভারত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার এবং তার সম্পদ জব্দ করেছে। সে ক্ষেত্রে বাংলাদেশের যে সংস্থাগুলো আছে তারা তৎপর ছিল। তাদের তৎপরতার কারণে পি কে হালদারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অচিরেই তাকে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন করা হবে।

তিনি বলেন, পি কে হালদারের অবৈধভাবে অর্জিত যে সম্পদ আছে, তা বাজেয়াপ্ত করা হবে। তিনি ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন। তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার পক্ষে যত ধরনের অন্যায় করা সম্ভব ছিল, তিনি করেছেন এবং টাকাগুলো সরিয়ে ফেলেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, কোর্ট বন্ধ আছে। কোর্ট খুললেই আমরা পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পি কে হালদারের বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। কোর্টও বন্ধ আছে। আগামীকাল ১৬ মে কোর্ট শুরু হবে। আমরা পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেব।

শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ঐ অভিযানে পি কে হালদার ছাড়াও তার ভাইসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: