বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে : প্রধান বিচারপতি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘বিচার বিভাগ শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।’ সোমবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশ ও সম্প্রচারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।
এলআরএফের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দিদারুল আলম, যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, দফতর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সদস্য শেখ জামাল, আব্দুল্লাহ তুহিন, আমিনুল ইসলাম মল্লিক ও মাহমুদুল আলম।
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আমি কুষ্টিয়ার একটি গ্রামের মানুষ। আমি সাধারণত স্থানীয় ভাষায় কথা বলি। সংবাদ মাধ্যমগুলো আমার আঞ্চলিক ভাষার সে বক্তব্য বা মন্তব্য খুব সুন্দরভাবে লিখে প্রতিবেদন তৈরি করে। দেখে আমি মুগ্ধ হয়ে যাই!’
এক প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে বিচারাধীন মামলার ব্যাকলগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’ সাংবাদিকরা যাতে সুপ্রিম কোর্ট থেকে প্রাসঙ্গিক তথ্য পান, সে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন বিচার বিভাগের প্রধান।