শিরোনাম

South east bank ad

গণমাধ্যম উন্নয়ন কার্যক্রমের অংশীদারঃ শিল্প প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

গণমাধ্যম উন্নয়ন কার্যক্রমের অংশীদারঃ শিল্প প্রতিমন্ত্রী




গণমাধ্যমকে সরকারের উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।
শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে মোহনা টেলিভিশনের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার আহবান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে সরকার কাজ করছে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। শিল্প প্রতিমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মোহনা টেলিভিশনকে আরো ভূমিকা রাখার আহবান জানান।
মোহনা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: