South east bank ad

সাংবাদিক প্রণব সাহা আর নেই

 প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

সাংবাদিক প্রণব সাহা আর নেই
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয় বলে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জানিয়েছেন। প্রণব সাহার বয়স হয়েছিল ৫৪ বছর। জাহিদ নেওয়াজ খান বলেন, প্রণব সাহা লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রণব সাহার জন্ম মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন। প্রণব সাহার মরদেহ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসভবন থেকে নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নেওয়া হবে তার ১৮ বছরের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। পরে দুপুরে নেওয়া হবে গড়পাড়া গ্রামে। সেখানে হবে তার শেষকৃত্য। ২০০১ সালে চ্যানেল আইয়ের যাত্রা শুরু হলে তিনি যোগ দেন। দীর্ঘদিন তিনি যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বাংলার বাণী পত্রিকাতেও কাজ করেছেন। প্রণব সাহার মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: