বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা: আসিফ নজরুল
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী এক মাসের মধ্যে রেমিট্যান্সযোদ্ধা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, যেমন তাদের লাগেজ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন। ঠিক একইভাবে প্রতিটা স্তরের জন্য রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিকরা যাবেন বা ফেরত আসবেন তাদের ক্ষেত্রে একজন ভিআইপি যেমন সুযোগ-সুবিধা পান ঠিক একই সুযোগ-সুবিধা তারাও পাবেন। প্রথম দিকে লাউঞ্জ সুবিধা বাদে অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, প্রবাসীদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। প্রবাসীকল্যাণের কোনো কর্মী প্রবাসীদের সেবা না দিলে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য ব্যবস্থা নেয়া হবে।