South east bank ad

আইএমএফের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আইএমএফের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচারসহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।  

তিনি বলেন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দেসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, সরকার নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে চায়। তবে বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় সরকার।

অর্থ উপদেষ্টা আরো বলেন, শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একইরকম আলোচনা হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: