ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলেই আইনগত ব্যবস্থা: ভোক্তার ডিজি
ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান।
বুধবার (২৩ অক্টোবর) ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট ও ডিলার, ডিম ব্যবসায়ী ও সমিতির ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিজি বলেন, আগের সরকার বিদায় নিয়েছে জনগণের চাপের মুখে। এখন পরিবর্তিত অবস্থার বাস্তবতায়, অন্য কোনো চাপ থাকার সুযোগ নেই। নতুন বাস্তবতায় ডিমসহ সব পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।
ডিমের উৎপাদন থেকে পাইকারি পর্যন্ত অব্যবস্থাপনা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখনও কোথাও কোথাও বেশি দামে ডিম বিক্রি হচ্ছে। সিন্ডিকেট পেলেই কঠোর ব্যবস্থা।’
প্রতিটি জেলায় জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে প্রান্তিক খামারিদের সমন্বয়ে সংগঠন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান আলীম আখতার খান। তিনি বলেন, ‘প্রতিটি জেলায় প্রশাসকদের সমন্বয়ে খামারিদের সুসংগঠিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও পলিটিক্যাল আশ্রয়ে ছিল। এখন সেটি কমে আসছে। ধীরে ধীরে আরও কমে আসবে।’
খামারিদের সঙ্গে ফিডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ভোক্তা মহাপরিচালক বলেন, ফিডের দাম কমবে। তবে একটু সময় লাগবে।
সভায় ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো হলো:
১) পরবর্তী সভায় যেন সর্বোচ্চ সংখ্যক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সভার নোটিশ ২-৩ দিন পাঠাতে হবে।
২) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ করে পত্র পাঠানো হবে যেন জেলা প্রশাসকরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডিমের স্থানীয় উৎপাদক এবং প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে মতবিনিময় সভার আয়োজন করে। বর্ণিত সভায় ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ডিমের বাজারে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না: ভোক্তার ডিজি
৩) ডিমের সরবরাহ বন্ধ করে সাপ্লাই চেইন বিঘ্নিত করা, ডিম অতিরিক্ত মূল্যে বিক্রয় করা এবং ক্যাশমেমোতে উল্লিখিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ডিম বিক্রি করা হচ্ছে মর্মে প্রাপ্ত অভিযোগগুলো তদন্ত করে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪) ডিমের সরবরাহ ব্যবস্থা ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রান্তিক খামারিদেরকে সুসংগঠিত বা একত্রিত করার জন্য বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনকে পুনর্জীবিত করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র পাঠানো হবে।
৫) স্থানীয় পর্যায়ে ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে কোন অসংগতি পরিলক্ষিত হলে স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হবে।