South east bank ad

পাটকে জিআই করার উদ্যোগ নেয়া হয়েছে: এম সাখাওয়াত

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

পাটকে জিআই করার উদ্যোগ নেয়া হয়েছে: এম সাখাওয়াত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাটকে জিআই করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ‘গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ’ নামে পাটের জিআই হবে।

রোববার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০’ এর বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক হলে পাটের কোনো সংকট হবে না বলে। সেক্ষেত্রে যদি পাট না পাওয়া যায় প্রয়োজনে রফতানি বন্ধ করা হবে। কিছু পাট চোরাকারবারও হয়, সেটিও কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো খাতকে চেপে ধরছি না। সবাইকে সময় দিয়েছি। পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করুন আপনারা। এতে কোনো সমস্যা হলে খাত ধরে ধরে সমাধান করা হবে।

উপদেষ্টা আরো বলেন, এতদিন ব্যবসায়ীরা পাটকে বন্ধ করে প্লাস্টিকের কারখানা করেছে। সেটা আর হবে না। পাটকে এগিয়ে নিতে হবে।

এম সাখাওয়াত বলেন, সাধারণ মানুষের ব্যাগ রাখার অভ্যাস হয়ে যাবে। আর ৩২ টাকা ব্যাগের দাম নিয়ে অনেকে কথা বলছেন, ঐ ব্যাগ বারবার ব্যবহার করা যাবে। এ অভ্যাস বাংলাদেশের মানুষের আগেও ছিল। এখন আবারো সেটা হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: