রাজনৈতিক অস্থিরতায় দেশে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
রাজনৈতিক অস্থিরতায় দেশে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কার কথা জানান পরিকল্পনা উপদেষ্টা।
শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন প্রকল্প নেয়া হলেও আছে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ। বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে খরচ করা হয় রাষ্ট্রের অতিরিক্ত অর্থ। চলমান নানা অপ্রয়োজনীয় প্রকল্প শেষ না হওয়ায় নতুন করে চিন্তায় ফেলেছে অন্তর্বর্তী সরকারকে।
একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে অনেকে এখন পলাতক। এখন থেকে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নিয়ে শুধু ছাড় দেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দুর্নীতি মুক্ত, ভালো প্রকল্প, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত এগুলোর দিকে দৃষ্টি ছিল। এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি, এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করার।’
উপদেষ্টা আরো জানান, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়ন ব্যয় না হলে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘একদিকে বেসরকারি খাতেও নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে।’
একনেক সভায় চট্টগ্রামের পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ নতুন ২ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। মোট ৫ হাজার ৯১৫ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন দেয় একনেক।