সাবেক ব্যাংকার আবু সাকিন ইন্তেকাল করেছেন
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাকিন গতকাল রোববার বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। আজ সোমবার বাদ জোহর ভৈরবে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই পুত্র ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৮৬ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে ২০০৭ সালের জুনে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ২০২১ সালে সেখান থেকে অবসর নেন।