মার্কেন্টাইল ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসমা সুলতানা আজ ইন্তেকাল করেন
মার্কেন্টাইল ব্যাংকের কারওয়ান বাজার শাখার প্রিন্সিপাল অফিসার আসমা সুলতানা আজ সোমবার (১ মে ২০২৩) বিকাল ৬টা নাগাদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬। তিনি কিডনি জটিলতায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজধানীর তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আসমা সুলতানা ০৭/০১/২০১০ থেকে মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। সেইসাথে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছে।