চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান
রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, (এন), এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ (জি), এনজিপি, এনডিসি, পিএসসি বিএনের স্থলাভিষিক্ত হলেন।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। মোহাম্মদ শাহজাহান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে ডেভেলপমেন্ট স্টাডিজের ওপর এমফিল ডিগ্রি লাভ করেন।
রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান অস্ট্রেলিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, তুরস্ক, গ্রিস, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, সিয়েরা লিওন, ঘানা ও নাইজেরিয়া ভ্রমণ করেছেন।