শিরোনাম

South east bank ad

করোনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

করোনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

করোনা মোকাবেলায় রাজধানীসহ সারা দেশে গরীব ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। আজ বুধবার (২৮-০৪-২০২১) রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজ এলাকার ৪০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর তত্ত্বাবধানে এসকল পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকার ৩০০ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: