করোনা মোকাবেলায় ঢাকা, চট্টগ্রাম ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা
করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। নৌবাহিনীর সদস্যরা আজ বৃহস্পতিবার (০৬-০৫-২০২১) রাজধানী ঢাকার ভাষানটেক ও আশেপাশের এলাকায় ৪০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর তত্ত্বাবধানে এসকল পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে চালনা, বুজবুনিয়া, বটিয়াঘাটা ও বারনপাড়া এলাকায় ৫০০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া চট্টগ্রামের বানৌজা ভাটিয়ারী এর তত্ত্বাবধানে ভাটিয়ারীর আশেপাশের এলাকার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তৈল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করা হয়।
করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।