করোনা মোকাবেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
করোনা মোকাবেলায় দেশব্যাপী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে কাপড় ও খাদ্য সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার (১১-০৫-২০২১) কমান্ডার চট্টগ্রাম নৌঅ’ল এর তত্ত্বাবধানে চট্টগ্রামের পতেংগা এলাকায় ৫০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবিসহ বিভিন্ন বয়সের বাচ্চাদের ইদের পোষাক তুলে দেয়া হয়। এছাড়া নারায়ণগঞ্জের পাগলায় ৪০০ পরিবারের মাঝে এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এর তত্ত্বাবধানে স্থানীয় ৫০০ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আটা, লবণ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।