শিরোনাম

South east bank ad

রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai AnatolyevichYevmenov) এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M ShaheenIqbal) আজ শুক্রবার (৩০-০৭-২০২১) দেশে ফিরেছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।

রাশিয়া সফর কালে নৌপ্রধান গত ২৫ জুলাই দেশটির নৌবাহিনীর ৩২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান (325thRussian Naval Anniversary) ও ৫ম নেভাল প্যারেড (5th Naval Parade) এ অংশগ্রহণ করেন। এসময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান (Commander-in-Chief) এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai AnatolyevichYevmenov) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে দুই দেশের নৌপ্রধানগণ পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় সফরে নৌপ্রধানগত ২৩ জুলাই ২০২১ তারিখে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: