South east bank ad

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ১৪ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ (ত্রিশ) জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (অপারেটর) মোহাম্মদ কামাল হোসেন,আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো.ফিরোজ খান,আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) সৈয়দ মো: আবু বকর, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ মোজাম্মেল হক, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো.মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (মেশন) মোঃ আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মোঃ আ: রাজ্জাক, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) গাজী মোহাম্মদ মহসিন, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) কে এম রফিকুল ইসলাম,সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ ছফিউল্লাহ, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এ কে এম নওরোজ ইসলাম, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোঃ মজিবুর রহমান,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: আলাউদ্দিন প্রামানিক, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: জাকির হোসেন,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহা: আব্দুল মান্নান,ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোহাম্মদ জাবের সিদ্দিক মোল্লা, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: সফিকুল রহমান ভূঞা, ই বেংগল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এইচ এম শাহজাহান,বীর ; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ আমিরুল ইসলাম,বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: তোয়াজ উদ্দিন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো:মন্তাজ আলী, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: হেদায়েতুল ইসলাম, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো: শফিকুল ইসলাম, বীর; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো: আইয়ুব আলী,বীর; অনারারী লেফটেন্যান্ট (এসএমএস) গাজী মোহাম্মদ এমাদুর রহমান, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এসএমটি) মতিয়ার রহমান মোল্লা, অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এটি)মো: রেজাউল করিম,অর্ডন্যান্স; অনারারী লেফটেন্যান্ট (এ্যান্সিলারী) মো: সাইদ হোসেন, ইএমই; অনারারী লেফটেন্যান্ট (টিএসএ) মো: বাবুল মিঞা, ইএমই; অনারারী লেফটেন্যান্ট মো: নজরুল ইসলাম, এইসি।

সেনাবাহিনীর ১৪ (চৌদ্দ) জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন:- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) গাজী সারুয়ার জাহান, সিগন্যালস; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: জাহাংগীর আলম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) আবদুল হালিম হাওলাদার, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ আজম খাঁন, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: শরিফুল ইসলাম, ই বেংগল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো:সিরাজুল ইসলাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: আমির হোসেন, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো: আবুল কালাম আজাদ, এএসসি; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো: সাজ্জাদ হোসেন,অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: মনির উদ্দিন, অর্ডন্যান্স; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিডব্লিউ) মো: মিজানুর রহমান, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: জাকারিয়া, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এএসিআইটি) মো: মেছবাহুুল আলম, ইএমই; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) মো: ইয়াকুল আলী, এসিসি।

বাংলাদেশ নৌবাহিনী:-
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ২২ (বাইশ) জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মোহাম্মদ জালাল আহম্মেদ, এমসিপিও(আক্স)(এফসি-১), মোহাম্মদ মজিবুর রহামন, এমসিপিও(এল), আবু হাছান মোহাম্মদ আকতারুজ্জামান, এমসিপিও (ই), রনজিৎ চন্দ্র সিকদার, এমসিপিও (ও/ই), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমসিপিও(এক্স)(কিউআরপি-১), কাজী আবুল আজাদ, এমসিপিও(কম), মোহাম্মদ আমিনুল ইসলাম, এমসিপিও(মেড)(আইসিএ), মোহাম্মদ নজরুল ইসলাম, এমসিপিও(এক্স) পিটি-১), মোহাম্মদ আবুল কালাম আজাদ, এমসিপিও(এক্স)(এফসি-১), মোহাম্মদ শফিকুল ইসলাম মন্ডল, এমসিপিও(রেগ), মোহাম্মদ ইউসুফ আলী, এমসিপিও(এক্স)(কিউআরপি-১), মোহাম্মদ মুহসিন, এমসিপিও(আর), মোহাম্মদ শহিদ উল্ল্যাহ, এমসিপিও(ক্যাট), এ এস এম লতিফুর রহমান, এমসিপিও(ই), মোহাম্মদ মতিউর রহমান, এমসিপিও(কম), মোহাম্মদ আল মামুন, এমসিপিও(আর),এনইউপি, হিরন্য কুমার দাস, এমসিপিও(এক্স)(এফসি-১), মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এমসিপিও(এস), পিসিজিএমএস, কাজী হোসেন আলী, এমসিপিও(ই), শ্রী প্রনব কুমার ঘোষ, এমসিপি (এক্স)(টিডি-১), মোহাম্মদ গোলাম নবী, এমসিপিও(এস), খোন্দকার রকিবুল আলম, এমসিপিও(এক্স)(সিডি-১)।

সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: