৪৫তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২১ চ্যাম্পিয়ন নৌবাহিনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২১ এ ২২টি স্বর্ণসহ মোট ৪৮টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন এর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৩৫টি দল অংশগ্রহণ করে।
সমাপনী দিনেবুধবার (০৫-০১-২০২২) প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, এমপি উপস্থিত থেকে চুড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ১১টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে সেনাবাহিনী রানার্স আপ এবং ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে বিমান বাহিনী ৩য় স্থান অধিকার করে।
প্রতিযোগিতারএ্যাথলেটিক্স পুরুষ বিভাগে পোল ভন্টে সাইফুল ইসলাম, ১০০ মিঃ স্প্রিন্টে রাকিবুল হাসান, ১১০ মিঃ হার্ডলসে মাসুদ খান,১৫০০ মিঃ দৌড়ে এম আহসান হাবীব, ২০ কিঃ মিঃ হাঁটা এ এম মিলন হোসেন, ৩০০০ মিঃ স্টিপল চেজে আসিফ বিশ্বাসসহ ৪১০০ মিঃ রিলে রেস (পুরুষ), ৪৪০০ মিঃ রিলে রেস (পুরুষ), ৪০০ মিঃ হার্ডলস (পুরুষ), ৫০০০ মিঃ দৌড় (পুরুষ), ৮০০ মিঃ দৌড় (পুরুষ), ম্যারাথন রেস (পুরুষ), লং জাম্প (পুরুষ), শটপুট (পুরুষ), হ্যামার থ্রো (পুরুষ), হাই জাম্প (পুরুষ), জ্যাভলিন থ্রো (পুরুষ), ট্রিপল জাম্প (পুরুষ) ও ডিসকাস থ্রো (পুরুষ) অংশগ্রহণ করে।
পাশাপাশি প্রতিযোগিতারএ্যাথলেটিক্স মহিলা বিভাগে ১০০০০ মিঃ দৌড়ে রিনকী বিশ্বাস, ১০০ মিঃ হার্ডলসে তামান্না আক্তার, ১০০ মিঃ স্প্রিন্টে শিরিন আক্তার, ১৫০০ মিঃ দৌড়ে শামসুন নাহার রত্না, ৪০০ মিঃ স্প্রিন্টে সাবিহা আল সোহাসহ ৫০০০ মিঃ দৌড় (মহিলা), ৮০০ মিঃ দৌড় (মহিলা), লং জাম্প (মহিলা), শটপুট (মহিলা), হাই জাম্প (মহিলা), ট্রিপল জাম্প (মহিলা) ও ডিসকাস থ্রো (মহিলা) অংশগ্রহণ করে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা গত ০৩ জানুয়ারি হতে শুরু হয়ে ০৫ জানুয়ারি ২০২২ তারিখে শেষ হয়।