রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা অব্যাহত
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর প্রগতি স্মরণী, জোয়ার সাহারা, ও আশেপাশের এলাকার অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় অসহায় ও দুঃস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রাজধানীসহ চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকাগুলোতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনার লবণচরা, মাথাভাঙ্গা, জোড়াগেট, মংলার মিঠাখালি ও সোনাইতলা এলাকায় খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অন্যদিকে চট্টগ্রামের পোর্ট এলাকা, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালীতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি নৌবাহিনী এসব এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।