জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এতিম শিশুদের ঈদ উপহার দিলো নৌবাহিনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌবাহিনী এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার (২২-০৫-২০২০) খুলনার মহেশ্বরপাশায় অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) এবং সাউথ সেন্ট্রাল রোডের সরকারি শিশু পরিবার বালিকা (তাম্বি হাউজ)-এর এতিম শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করে নৌবাহিনী।
খুলনা নেভাল এরিয়া কমান্ডারের আয়োজনে ইতিমধ্যে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা ও ঝিনাইদাহ জেলার ৩৬টি মাদ্রাসার ৮০০ জন ছেলে ও ৮০০ জন মেয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী হিসেবে ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী-পায়জামা ও টুপি এবং মেয়ে শিশুদের জন্য সেলোয়ার, কামিজ ও হিজাব প্রদান করা হয়েছে। নৌবাহিনীর এ মহতী উদ্দ্যোগের মাধ্যমে ১৬০০ জন সুবিধাবঞ্চিত শিশু ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উদ্যাপন করতে সক্ষম হবে।