শিরোনাম

South east bank ad

সম্মিলিত সামরিক হাসপাতালে কারোনা ওয়ার্ডে নৌবাহিনীর ফ্রিজ ও এসি প্রদান

 প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

করোনা মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ হতে ২০টি ফ্রিজ ও ২০টি এসি প্রদান করা হয়েছে। আজ রবিবার (০৫-০৭-২০২০) নৌবাহিনীর পক্ষে নৌ সরবরাহ পরিদপ্তরের পরিচালক কমডোর এম মতিউর রহমান হাসপাতালের পরিচালকের নিকট এসকল ফ্রিজ ও এসি হস্তান্তর করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা চিকিৎসার সুবিধার্থে নৌবাহিনী নিজস্ব তহবিল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে এসকল সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে করোনা চিকিৎসায় নিয়োজিত রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, স্যু প্রোটেকশান ডিস্পে›সার, মেটাল ডিটেক্টর, আইআর থার্মোমিটার ও পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: