শিরোনাম

South east bank ad

ধামরাই এর আরও দুটি বন্যা দুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় ধামরাই এর আরও দুটি ইউনিয়ন বাইশাকান্দা ও রোয়াইলে বন্যাদুর্গত এলাকাসমূহে খাদ্য সহয়তা ও চিকিৎসা সামগ্রী প্রদান করলো নৌবাহিনী। আজ রবিবার (২৩-০৮-২০২০) স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে এসকল শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। এর আগে ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে অনুরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। News Picture (2) News Picture (3) খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এসময় ধামরাই উপজেলার বাইশাকান্দা ও রোয়াইল ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: