বঙ্গবন্ধু মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২০ এ নৌবাহিনী চ্যাম্পিয়ন
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২০’ এ বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (১৮-১২-২০২০) রাজধানীর গুলিস্থানে কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবা হিনীকে ৩৮-২৫ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা গত ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে শেষ হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ জেল পুলিশ হতে মোট ৬টি দল অংশ গ্রহণ করে। প্রথমলীগ ও সুপারলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নৌবাহিনী প্রতিটি খেলায় জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।