শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা- ২০২০ এ চ্যাম্পিয়ন নৌবাহিনী

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

‘বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট-২০২০’ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীকে ৭৭-৪০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। আজ শুক্রবার (২৫-১২-২০২০) ঢাকার, ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে ২০ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ মোট ছয়টিদল অংশগ্রহণ করে। সমাপনী দিবসে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর স্থানীয় পদস্থ সামরিক অসামরিক কর্মকর্তা ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: