South east bank ad

রমজানে ১১ পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

রমজানে ১১ পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল

রমজান মাসে চাহিদা বাড়া এমন ১১ ধরনের পণ্য আমদানির জন্য এলসি মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর।

বাংলাদেশ ব্যাংক রোববার এক সার্কুলারে জানায়, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব পণ্যের জন্য এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা শিথিল করা মার্জিনে এলসি খুলতে পারবেন।

এ নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বলা হয়েছে, এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে হবে।

BBS cable ad