শিরোনাম

South east bank ad

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মৎস্য বিভাগ

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মৎস্য বিভাগ

নাটোরের সিংড়ায় আত্রাই নদী পথে কৃত্রিম স্রোত সৃষ্টি অবাধে মৎস্য শিকার করে আসছে একদল অসাধু মৎস্য ব্যবসায়ীরা।
এই অসাধু চক্রকে রুখতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মৎস্য বিভাগ।

বুধবার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় আত্রাই নদীর নাসিয়ারকান্দি ও কালিনগর এলাকায় ১১ টি সৌতির স্থাপনা উচ্ছেদ এবং সেগুলো পুড়িয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন হোসেন ও সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম।

সিংড়া মডেল প্রেসক্লাব এর সভাপতি ও পরিবেশ কর্মী রাজু আহমেদ বলেন, প্রতি বছর বর্ষা মৌসূমে নদীতে অবৈধ সৌতির কারনে নদী ভাঙ্গন হয়। নৌ চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হয়। সেই সাথে এদের কারনে প্রকৃত মৎস্যজীবি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানান তিনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনায় মৎস্য বিভাগ অবৈধ সৌতি জালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এর পরে ও কেউ সৌতি দেবার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: