গরীব মানুষ যেন কষ্ট না পায়: পঞ্চগড়ে রেলমন্ত্রী

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, গরীব মানুষ যেন কষ্ট না পায়। আওয়ামীলীগ সরকার আমাদের গরীবের সরকার এবং বঙ্গবন্ধু সারা জীবনের রাজনীতি ছিল গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দুস্থ ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। তিনি আরোও বলেন, আমরা "তেলুয়া মাথায় তেল" দেই না। যে মানুষ গুলো কষ্টে থেকে গ্রামে গঞ্জে কৃষক শ্রমিকের কাজ করে তাদের কিভাবে উপকার করা যায়, কিভাবে তাদের পাশে থাকা যায়, কিভাবে তাদের সরকারী ভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে কাজ করছি। আজকে উদ্বোধন করছি, পর্যায়ক্রমে জেলার ৪৩ টি ইউনিয়নে দেয়া হবে। এ সময় জেলা প্রশাসক- সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার- মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান- ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা- সোলেমান আলী,বোদা পৌর মেয়র- ওয়াহিদুজ্জামান সুজা,ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আব্দুল জব্বারসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।