South east bank ad

জুনাইদ আহমেদ পলকের নির্দেশে চলনবিলের পাঁচ কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

 প্রকাশ: ০১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

জুনাইদ আহমেদ পলকের নির্দেশে চলনবিলের পাঁচ কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

মুঠোফোনে ফোন পেয়ে নাটোরের সিংড়ার চলনবিলের পাঁচজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের চার বিঘা জমির ধান কেটে দিয়েছে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সেহরি খেয়ে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি মো. সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে ৫৪ জন কলেজ ছাত্রলীগের নেতাকর্মী সোহাগবাড়ী এলাকায় কৃষক ফারুক হোসেনের ১ বিঘা জমির ধান কেটে দেন।

পরে কাঁচি হাতে বাড়ি ফেরার পথে ভ্যানচালক অসুস্থ মাহমুদুল হাসান, দরিদ্র দিনমজুরের স্ত্রী আলেয়া বেগম, কৃষক মহিদুল ইসলাম, রুমা খাতুন ও আব্দুল লতিফের আকুতি বাবা-সোনারা একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে অল্প জমি শ্রমিক পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তোমরা আমার জমিটা একটু কেটে দিয়ে যাও না। পরে একে একে সকলের আবদার পূরণ করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মুখে ছিল জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান, নেত্রী মোদের শেখ হাসিনা আর নেতা মোদের পলক ভাই। সাথে ধান কাটার তালে তালে মিষ্টি কিছু গান। তখন ঘরির কাটা বাজে বেলা ১১টা। কাটা হলো ৪ বিঘা জমির বোরো ধান। তবে ততক্ষণে ধান কাটতে মুরাদ ও কাহার নামে দু’জন শিক্ষার্থীর কাঁচিতে দুটি করে আঙ্গুলও বেশ কেটে গেছে। তাতে কি স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা যেন আনন্দিত।

এসময় ভিপি মো. সজিব ইসলাম জুয়েল ছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা সোহেল হোসেন, কলেজ ছাত্র সংসদের বার্ষিক সম্পাদক খন্দকার ইমরান শাকিল, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রুপ কুমার, রাজশাহীস্ত নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হাকিম খান, শামীম হোসেন প্রমুখ।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি মো. সজিব ইসলাম জুয়েল বলেন, বন্যা ও করোনায় যেমন ভাবে ছাত্রলীগ মানুষের পাশে ছিল। তেমনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে চলনবিলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছে কলেজ ছাত্রলীগ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: