South east bank ad

কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রামণ রোধে চলমান লকডাউনে সাভারের আশুলিয়ায় শ্রমিক সংকটে ধান কাটতে না পেরে ক্ষতিগ্রস্ত এক কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার বিকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামে ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দেন তিনি।

জানা যায়, কৃষক জয়নাল আবেদিন শ্রমিক-সংকটে ভুগছিলেন। এতে তিনি ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার, তাই সবসময় তাদের পাশে থেকে দেশের ক্ষতিগ্রস্ত সব কৃষককে সরকারিভাবে সাহায্য-সহযোগিতা করবে।

এ সময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় গ্রামবাসীও ভিড় করেন ওই ধানক্ষেতের আশপাশে। এ সময় প্রতিমন্ত্রীর প্রশংসা করে এলাকার সর্বস্তরের লোকজন বলেন- এমন নেতা থাকলে দেশে গরিব মানুষের দুঃখ আর থাকবে না।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: