সংসদীয় আসনে ঈদ উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা- ১২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সংসদীয় আসনে নিম্নবিত্ত, দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ শুরু করেছেন। ঈদ শুভেচ্ছা উপহার বিতরণের জন্য গতকাল ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে এসব উপহার সামগ্রী; যাতে কোনো জনসমাগম সৃষ্টি না হয় এবং অসহায় পরিবারের কাছে পৌঁছানো যায়।