বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বে বিস্ময়কর : এমপি জ্যাকব

অসহায়-দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ করছেন এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বে বিস্ময়কর। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে।
বুধবার বিকালে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায়-দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে আজ বাংলাদেশ উত্তোরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।