সাংবাদিক আঃ রাজ্জাক শেখ এর চিকিৎসার দায়িত্ব নিলেন, আব্দুস সালাম মূর্শেদী এমপি
রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ টাইফয়েড আক্রান্ত হয়ে রুপসার তিলক আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন । খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূ্র্শেদী গতকাল বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সেখানে দায়িত্বরত চিকিৎসককে তার সুচিকিৎসার ব্যাপারে তদারকি করতে অবহিত করেন।
এছাড়াও তিনি ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে আঃ রাজ্জাক শেখ এর পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ তুলে দেন এবং পরবর্তী তার চিকিৎসার দায়িত্বভার নেন। সংসদ সদস্য এর সহানুভূতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।