করোনা টিকার ২য় ডোজ নিলেন রুহুল আমিন মাদানী এম.পি
এইচ. এম জোবায়ের হোসাইন:
করোনা ভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। সোমবার সকাল ১১টায় তিনি জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে টিকা নেন।
টিকা নেওয়ার পর সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ভালো বোধ করছেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। এর আগে গত ৩ এপ্রিল শনিবার তিনি প্রথম ডোজ টিকা নেন। তিনি ত্রিশালবাসীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।