আড়াইহাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করলেন নজরুল ইসলাম বাবু এমপি
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালনায়, আড়াইহাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠানের উদ্ভোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করেন প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সোহাগ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার ও নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আখতার। সেইসাথে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু কাউসার সহ প্রাণিসম্পদের সদস্যবৃন্দ ও উপজেলা বিভিন্ন নেতাকর্মী। শনিবার (৫জুন) সকাল ১০ টায়, আড়াইহাজার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান। এসময় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারে যেসকল কৃষকের গবাদিপশু রয়েছে,তাদের সেই গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাজ। কোনো রকম দুর্ভোগের শিকার যেন সেসব কৃষকদের না হতে হয়, এমন দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, উপজেলার সবকটি ইউনিয়নে ক্যাম্পের মাধ্যমে পশুদের ও পশু প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেছেন কর্মকর্তারা। সামনেও এভাবেই প্রাণিসম্পদ নিয়ে কাজ করে যাবেন বলে তিনি জানায়।