ভেদরগঞ্জে আব্দুল রাজ্জাক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ : উদ্বোধন করলেন নাহিম রাজ্জাক এমপি
ভেদরগঞ্জ উপজেলায় তরুণ ফুটবলারদের আয়োজনে আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে নাহিম রাজ্জাক এমপি ভেদরগঞ্জ আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৫ টায় ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাসেদুজ্জামান বাড়ী, পৃষ্ঠপোষকতায় ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।