শিরোনাম

South east bank ad

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশে নতুন এসপির যোগদান

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশে নতুন এসপির যোগদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ এর পুলিশ সুপার এম এ জলিল সিলেটের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। তার স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন কানাই লাল সরকার। শুক্রবার পুলিশ কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও আগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার এম এ জলিল ২২ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি সিলেটের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করার জন্য শুক্রবার রওনা হয়েছেন। বিদায়ী অনুষ্ঠানে তিনি সহকার্মীদের উদ্দেশ্যে স্মৃতিচরণমূলক বক্তব্য প্রদান করেন।

অপরদিকে নবনিযুক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার ২৭ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রতি দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সাইকুল আহম্মেদ ভূঁইয়া, সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: