শিরোনাম

South east bank ad

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর পুলিশের মতবিনিময়

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর পুলিশের মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে জেলা পুলিশ রংপুর কর্তৃক জেলার ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী।

আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২২ উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি আগত সকলের উদ্দেশ্য বলেন, পূজামণ্ডপে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ মনোনয়নকৃত ভলান্টিয়ারগণকে সজাগ থাকতে হবে এবং আমাদের মোতায়েনকৃত পুলিশ সহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান করতে হবে। যতবেশি আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন ততবেশি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মধুসুদন রায়; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএবি), মোঃ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা; রংপুরসহ পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও সকল স্তরের জনগণ এবং জেলা পুলিশ রংপুরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: