মাদক নির্মূলে ‘বিশেষ ভূমিকা’, পুরস্কার পেলেন টেকনাফের ওসি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মাদক, অস্ত্র ও অপরাধ দমনে ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। আজ শনিবার কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে পুলিশ সুপার কার্যালয়ে সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক ও অস্ত্র উদ্ধার, বিভিন্ন মামলায় পলাতক আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ জেলার সব সার্কেল কর্মকর্তা ও ওসিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়- এই স্লোগান সামনে রেখেই আমরা কাজ করছি।