শিরোনাম

South east bank ad

গাঁজা মেপে বিক্রির সময় ধরা খেলেন ২ জন

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

গাঁজা মেপে বিক্রির সময় ধরা খেলেন ২ জন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজশাহীর মহানগরীর বিভিন্ন এলাকায় তরকারি ও মাছ-মুরগির মতো গোপনে গাঁজা মেপে করছিলেন এক শ্রেণির মাদক ব্যবসায়ী। এমন দুই ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহীর শাহ মখদুম থানা পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- আমিনুল ইসলাম (২১) ও রেজাউল হক ভুলু (৫০)। আমিনুল রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার কুলপাড়ার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রেজাউল হক মৃত ফকির মোহাম্মদের ছেলে।

বুধবার বিকেলে এই তথ্য জানিয়েছেন রাজশাহীর শাহ মখদুম থানার ওসি মেহেদী হাসান।

তিনি বলেন, মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে আরএমপির শাহ মখদুম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলমের সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চলে। নিয়মিত অভিযানের সময় পুলিশের টিম জানতে পারে, কুলপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার জন্য সেখানে অবস্থান করছে।

পরে পুলিশ আমিনুল ইসলাম ও রেজাউল হক ভুলুকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অন্যরা। এ সময় আটককৃত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা মাপার একটি ওজন যন্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

শাহ মখদুম থানা পুলিশের এ কর্মকর্তা জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাপূর্বক তাদের কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: