South east bank ad

ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ডেঙ্গু প্রতিরোধে পুলিশ সদস্যদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পুলিশের সব সদস্যকে শীতকালীন ইউনিফর্ম (ফুলহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ আদেশ কার্যকর হবে।

আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হওয়ায় এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হলো। তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন এ সময় (২০২৩ সালের ১৫ মার্চ) বর্ধিত করা প্রয়োজন, সে ক্ষেত্রে তারা পুলিশ সদরদপ্তরের অনুমোদন নিয়ে শীতকালীন ইউনিফর্ম পরার এ সময় বৃদ্ধি করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া জারীকৃত আদেশে স্বাক্ষর করেছেন।

সাধারণত বাংলাদেশের পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফহাতা জামা পরেন। আর শীতকালে ফুলহাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরতে পারেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: