South east bank ad

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের আদালত এ সাজা দেন।

১৯ বছর বয়সী দণ্ডিত ওয়ালিদ খানের বাড়ি বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, ওয়ালিদ দীর্ঘদিন ধরে দ্য লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সামনে ও আশপাশে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার সকাল ৭টার দিকেও তিনি এ কাজ করছিলেন। সে সময় স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করে বাহুবল মডেল থানায় খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এরপর বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুর ২টার দিকে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: