নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মাসদাইর খানকার সামনে অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কামাল হোসেন (৫৫), রাকিব (১৯), সাব্বির (২১), শাকিল (২৪), হারুন (৩৬), ফয়সাল (১৯)। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্রাটসহ (২৫) অজ্ঞাতনামা সাত-আটজন পালিয়ে যান। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, তিনটি সুইচ গিয়ার চাকু, দুটি ছোরা ও রশি উদ্ধার করা হয়েছে।
দুপুরে ফতুল্লায় থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে ১৪-১৫ জনের একদল ডাকাত অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ছয়জন ধরা পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।