অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্য ডিবির জালে

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে প্রায় ঘটছে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। পাশাপশি হারাতে হচ্ছে চালকের প্রাণ। এমন ঘটনায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন চালকরা। চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে আইশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।
গত বুধবার রাতে দেশীয় অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়া ছিনতাইকারীর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা মডেল থানায় মিশুক চালক মো. সাইদুল বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, মো. রিপন হোসেন (২৮) সিদ্ধিারগঞ্জ আইলপাড়া কাদেরর ভাাড়াটিয়া মৃত সামাদের ছেলে, মো. খোকন শেখ (৩০) মৃত শেখের ছেলে, মো. দ্বীন ইসলাম (২৮) ফতুল্লা থানার চানমারী শরীফের বাড়ি ভাড়াটিয়া মৃত নূর ইসলামের ছেলে ও মো. ইসা শেখ (৪৬) পশ্চিম তল্লার ইমান হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত পূর্ন শেখের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাদী সাইদুল শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে গত বুধবার তার ছেলে মাহাবুব মিশুকটি নিয়ে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ৩শ টাকা ভাড়ায় কলেজ রোড় থেকে সস্থাপুর রওনা দেয়। জেলা পরিষদের সামনে যাওয়ার সময় দুই ব্যক্তি মাহাবুবকে রড দিয়ে পিটিয়ে মিশুকটি নিয়ে নেয়।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।