ময়মনসিংহে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ পুলিশ লাইন্সে বিট পুলিশিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, কর্মশালায় সভাপতিত্ব করেন এবং তিনি তার বক্তব্যে বিট পুলিশিং এর ভূমিকা ও গুরুত্ব প্রয়োজনীয় বিষয় সংক্রান্তে বিস্তারিত আলোকপাত করেন।
ময়মনসিংহ জেলায় বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।